ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অ্যান্টিবডির খোঁজে ক্যালিফোর্নিয়ার ছোট্ট শহরে গণহারে করোনা টেস্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সক্ষম অ্যান্টিবডির খোঁজ ও প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এক শহরে শুরু হয়েছে গণহারে নমুনা পরীক্ষা। মার্কিন অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলীয় বলিনাস শহরের প্রত্যেক বাসিন্দার মুখের লালা ও রক্তের নমুনা সংগ্রহ শুরু হয়েছে গত সোমবার থেকে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তত্ত্বাবধানে পরিচালিত এ গবেষণায় বলিনাসের পাশাপাশি সান ফ্রান্সিসকোর মিশন ডিস্ট্রিক্ট এলাকাতেও গণহারে নমুনা পরীক্ষা করা হবে। শহরটিতে আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ কার্যক্রমে অন্তত ছয় হাজার বাসিন্দার নমুনা পরীক্ষা করার কথা রয়েছে।

বলিনাসের জনসংখ্যা দুই হাজারেরও কম। গত দুইদিনে শহরটির সাতশ’র মতো অধিবাসীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের ইউসিএইচএফ এইচআইভি বিভাগের গবেষকদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ গবেষণা। এতে অন্তত চার লাখ মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হচ্ছে গোফান্ডমি নামে একটি পেজের মাধ্যমে।

jagonews24

এর অন্যতম উদ্যোক্তা জাইরি এনজেস্ট্রম জানান, ভিডিওগেম নির্মাতা জিঙ্গা এই তহবিলে এক লাখ ডলার দান করেছে। তবে বাকি দেড় শতাধিক দাতাদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই পাঁচ হাজার ডলারের কম দাম করেছেন। ফলে এ পর্যন্ত তাদের তহবিলে তিন লাখ ডলারের মতো জমা হয়েছে।

ইউসিএসএফের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ব্রায়ান গ্রিনহাউস বলেন, ‘ঘরে থাকার নির্দেশনা কবে শিথিল করা যাবে সেটাসহ আমাদের জনস্বাস্থ্য সম্পর্কিত সব সিদ্ধান্ত গৃহীত হয় ভাইরাসটি কেমন আচরণ করে তার ওপর মোটামুটি অনুমানের মাধ্যমে পাওয়া খুব সীমিত তথ্যের ভিত্তিতে। এই দুটি আলাদা সম্প্রদায়ের মধ্যে ভাইরাসটি কীভাবে ছড়িয়েছে সে সম্পর্কে বিস্তারিত গবেষণার মধ্যেমে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, তা থেকে আমরা দেশব্যাপী ভাইরাসটি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি তার আরও ভালো পূর্বাভাস দেয়া যাবে।’

বলিনাসের পুরো জনগোষ্ঠীর নমুনা পরীক্ষার উদ্যোগটি শুরু হয়েছে মূলত ইতালির ভো শহরের অনুপ্রেরণায়। সম্প্রতি এ শহরটিতেও গণহারে করোনা পরীক্ষা করা হয়েছে, আর তার পরপরই নাটকীয়ভাবে সেখানে ভাইরাসের সংক্রমণও কমে গেছে।

সূত্র: সিএনএন

কেএএ/এমকেএইচ