ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা পরীক্ষার পর আইসোলেশনে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষা করিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার ব্যক্তিগত চিকিৎসক এ খবর জানিয়েছেন। আজ বুধবারই তার করোনা পরীক্ষার ফলাফল জানানো হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ডন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী ইমরান খানে সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানের ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির দেহে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। তারপর গতকাল তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান ইমরান খান।

প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ১০ মিলিয়ন রুপি হস্তান্তরের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। রাজধানী ইসলমাদে তাদের এই সাক্ষাৎ হয়। এর আগে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতান সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

ইমরানের বিশ্বস্ত সহযোগী ও দেশটির করোনাভাইরাস প্রতিরোধে ‘ফোকাল পারসন’ ফয়জল সুলতান বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের দেহে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করা হবে; যাতে সকলেই জানতে পারেন তিনি তার দেশের একজন সচেতন নাগরিক। আমরা সমস্ত নিয়মই পালন করব।’

এদিকে পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা ২০৯ জন; আক্রান্ত ৯ হাজার ৭৪৯। সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে; ৪ হাজার ৩২৮ জন। এছাড়া সিন্ধ প্রদেশে ৩ হাজার ৫৩, খাইবার পাখতুনখাওয়ায় ১ হাজার ৩৪৫, বেলুচিস্তানে ৪৯৫, গিলগিত বালতিস্তানে ২৮৩, আজাদ জম্মু-কাশ্মীরে ৫১ এবং ইসলামাবাদে আক্রান্তের সংখ্যা ১৯৪ জন।

এসএ