ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ডেনমার্কে সেপ্টেম্বর পর্যন্ত জনসমাগমে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২১ এপ্রিল ২০২০

সারাবিশ্বেই এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। সে কারণে লোকজনকে বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিভিন্ন দেশেই কঠোরভাবে এই নিয়মগুলো পালন করা হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যায় সেজন্য বার বার এসব বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

করোনার বিস্তাররোধ করতে ইতোমধ্যেই বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। ডেনমার্কেও করোনার বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দেশটিতে ইতোমধ্যেই জনসমাগমে নিষেধাজ্ঞা চলছে।

কয়েক সপ্তাহের মধ্যেই জনসামগমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার জনসমাগমে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

denmark-2.jpg

ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচশোর বেশি মানুষকে একত্রে সমবেত হওয়ার কোনো অনুমতি দেবে না কর্তৃপক্ষ। অর্থাৎ কোনো ধরনের সমাবেশ বা পার্টির আয়োজন করা যাবে না।

আগামী ১০ মে থেকে জনসমাগমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিল সরকার।

ডেনমার্কে এখন পর্যন্ত ৭ হাজার ৬শ ৯৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৬৪ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮০।

অপরদিকে ইতোমধ্যেই সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৩১২ জন। তবে ৮৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

টিটিএন/এমএস