ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহামারির মধ্যেও পাকিস্তানে সহিংসতা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারিতে চলা লকডাউনের মধ্যেও পাকিস্তানে জঙ্গি-সেনা সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

সোমবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরামশাহ চেকপয়েন্টে আচমকা হামলা চালায় একদল জঙ্গি। দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হন। এছাড়া গুলিতে পাঁচ জঙ্গিও প্রাণ হারায়।

পাকিস্তানের অন্যতম জঙ্গি অধ্যুষিত এলাকা বলা হয় উত্তর ওয়াজিরিস্তানকে। ২০১৪ সাল থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গি সদস্যদের নির্মূলে এ অঞ্চলে টানা অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে পাঁচ হাজারেরও বেশি জঙ্গি ও সাত শতাধিক সেনা সদস্য নিহত হয়েছেন।

ভূমি ও আকাশপথে টানা অভিযানের প্রেক্ষিতে টিটিপি জঙ্গিরা পাশ্ববর্তী আফগানিস্তানে পালিয়ে যেতে বাধ্য হয়। ইসলামাবাদের দাবি, জঙ্গিরা এখন সীমান্তের ওপারে ঘাঁটি তৈরি করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

সেনা অভিযানে উত্তর ওয়াজিরিস্তানের ১০ লক্ষাধিক মানুষও ঘরছাড়া হয়েছিলেন। যদিও পাকিস্তান সরকারের দাবি, তাদের ৯৫ ভাগ ইতোমধ্যেই ফিরে এসেছেন।

এদিকে, এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানেও গত কয়েক সপ্তাহ ধরে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৮ হাজার ৬৪৮ জন। মারা গেছেন ১৮১ জন।

সূত্র: আনাদোলু এজেন্সি, ডন

কেএএ/জেআইএম