ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্লোভেনিয়াতে করোনায় প্রাণ গেল আরও ৮ জনের, মোট ৭৪

রাকিব হাসান রাফি | প্রকাশিত: ০৩:১০ এএম, ২০ এপ্রিল ২০২০

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে করোনাভাইরাসের পরিস্থিতি কয়েক দিন স্থিতিশীল থাকার পর ফের অবনতির দিকে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত স্লোভেনিয়াতে ১ হাজার ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১৯২ জন।

সোমবার (২০ এপ্রিল) থেকে ধীরে ধীরে জরুরি অবস্থা শিথিল করা হতে পারে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। 

বিশেষ করে বিভিন্ন ধরনের খেলাধুলার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, সোমবার থেকে সীমিত পরিসরে সেটি তুলে নেয়া হচ্ছে। স্লোভেনিয়ার অভ্যন্তরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলও, সেটাও তুলে নেয়া হচ্ছে। 

এছাড়া সোমবার থেকে বিভিন্ন ধরনের সাইকেলের দোকান, ড্ৰাই ক্লিনিংয়ের দোকানগুলো চালু রাখার অনুমতি দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে সকাল দশটায় মূলত যারা বয়স্ক নাগরিক, গর্ভবতী নারী ও শারীরিকভাবে দুর্বল, তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় সেক্ষেত্রে জরুরি সেনা মোতায়েন করা হতে পারে বলে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে।

এমএসএইচ