ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা: আমিরাতকে ৫৫ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ম্যালেরিয়ারোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠিয়েছে ভারত। নয়াদিল্লিতে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত মাসে ম্যালেরিয়ার এই ওষুধের রফতানি নিষিদ্ধ করে ভারত। বিশ্বে হাইড্রোক্সিক্লোরোকুইনের শীর্ষ উৎপাদনকারী এই দেশটিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন।

কিন্তু প্রাণঘাতী করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে সুফল পাওয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রেও ওষুধটির ব্যাপক চাহিদা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

পরে ভারতের প্রধানমন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় কিছু দেশে এই ওষুধের রফতানি অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হুমকির সুরে বলেন, হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানি নিষেধাজ্ঞা বাতিল না করা হলে তিনি নয়াদিল্লির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতেন।

ভারতে নিযুক্ত আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রথম দফার চালান আমিরাতের পথে রয়েছে। এই চালানে ৫৫ লাখ ট্যাবলেট আছে।

এদিকে, আমিরাত ছাড়াও ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, মৌরিশাস ও সিচিলেসেও করোনার চিকিৎসার জন্য এই ওষুধটি পাঠিয়েছে ভারত।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৮১ এবং মারা গেছেন ৪১ জন। তবে চিকিৎসা সুস্থ হয়েছেন ১ হাজার ২৮৬ জন। দেশটিতে বেশ কয়েকজন বাংলাদেশিও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৪ হাজার ৯৮৩ এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ১৯১ জন। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৪হাজার ৪৩৪ জন।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমএস