বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারে শান্তি চুক্তি
মিয়ানমার সরকার দেশটির সশস্ত্র আটটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এক শান্তি চুক্তি সাক্ষর করেছে। বৃহস্পতিবার রাজধানী নাইপিদোতে দুই বছর মেয়াদি এ চুক্তি সাক্ষর সম্পন্ন হয়েছে। খবর বিবিসি।
তবে দেশটির সবচেয়ে সক্রিয় বিদ্রোহী আরো ৭ টি গোষ্ঠী এ চুক্তির বাইরে রয়েছে। তারা সরকারের সঙ্গে করা এ শান্তি চুক্তিতে সম্মত হয়নি।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির বিভিন্ন গোষ্ঠী অধিক স্বায়ত্ত্বশাসনের দাবিতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
তবে বৃহস্পতিবারের এ চুক্তির পর নাইপিদো সরকার বলছে, দীর্ঘস্থায়ী রাজনৈতিক পরিস্থিতি তৈরির ক্ষেত্রে এ চুক্তি প্রথম পদক্ষেপ।
সক্রিয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যারা চুক্তিতে সম্মত হয়নি : দেশটির সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট আর্মি, দ্য কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এ চুক্তিতে সম্মত হয়নি। উত্তর পূর্বাঞ্চলের কাচিন রাজ্যে নিয়মিতই সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার