ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জার্মানিতে একদিনে আক্রান্ত ২৪শ’, মৃত্যু ১৮৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৯ এপ্রিল ২০২০

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৪ জন।

রোববার জার্মানির রবার্ট কশ ইনস্টিটিউট জানিয়েছে, টানা চারদিন পর শনিবার দেশটিতে নতুন রোগী শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। এদিন সেখানে নতুন করে ২ হাজার ৪৫৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস পাওয়া গেছে।

এর আগে শনিবার ৩ হাজার ৬০৯ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল জার্মান কর্তৃপক্ষ। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে মৃত্যুহার কিছুটা কমেছে জার্মানিতে। গত শুক্রবার দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা বলা হয়েছিল ২৯৯ জন। শনিবার এ সংখ্যা কমে দাঁড়ায় ২৪২ জনে।

ইউরোপের মধ্যে জার্মানিতেই আক্রান্তের সংখ্যার তুলনায় মৃত্যুহার সবচেয়ে কম। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ারও চিন্তা করছে দেশটির সরকার। সোমবার থেকেই কিছু দোকানপাট খুলে দেয়া হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যেই চালু হবে স্কুলগুলোও।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর