পুলিশের ওপর করোনা হামলার চেষ্টা, দুই জঙ্গি গ্রেফতার
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় করোনা আক্রান্ত দুই জঙ্গি দেশটির পুলিশ সদস্যদের মাঝে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দেয়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, পুলিশের সদর দফতরে প্রবেশের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে; তাদের মধ্যে একজন জঙ্গিগোষ্ঠীর সদস্য। দেশের নিরাপত্তাবাহিনীর সদস্যদের মাঝে করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করেছিলেন তারা।
তিউনিশীয় এই মন্ত্রণালয় বলছে, গ্রেফতারকৃত এক জঙ্গি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। দেশটিতে যারা করোনায় আক্রান্ত হয়েছেন; তাদেরকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের কাছে গিয়ে কাশি দেয়ার চেষ্টা করেছেন ওই জঙ্গি।
গ্রেফতারকৃত এক জঙ্গি বলেছেন, তাকে গোষ্ঠীটির পক্ষ থেকে নিরাপত্তাবাহিনীর মাঝে করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি বাস্তবায়ন করতে পারেন নাই। নিরাপত্তাবাহিনীর সদস্যদের বাধার মুখে তিউনিশিয়া পুলিশের সদর দফতরে প্রবেশ করার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপরজন বলেছেন, তাকে সর্বত্রই অনবরত কাশি দেয়ার পরামর্শ দিয়েছিলেন ওই জঙ্গি। পরে স্থানীয় পুলিশ স্টেশনে তিনি এ কথা জানালে দু'জনকেই গ্রেফতার করা হয়।
উত্তর আফ্রিকার দারিদ্রপীড়িত এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮০ জন। তাদের মধ্যে মারা গেছেন অন্তত ৩৫ জন।
বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ৯০০ জন; যা অন্যান্য মহাদেশের তুলনায় অনেক কম। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, অঞ্চলটির দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে তা অনেক গুণ বেড়ে যেতে পারে।
আগামী ছয় মাসের মধ্যে অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৭৬ এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৬৬৩ জন। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৪৪০ জন।
সূত্র: বিবিসি।
এসআইএস/পিআর