অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন না মানায় এক ব্যক্তির কারাদণ্ড
সেল্ফ কোয়ারেন্টাইন অমান্য করায় অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ৩৫ বছর বছর বয়সী এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় ওই ব্যক্তিকে প্রকাশ্যে ঘুরে বেরাতে দেখা গেছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ম্যাজিস্ট্রেট আদালত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, কোয়ারেন্টাইন ‘নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ায়’ জোনাথন ডেভিড নামের ওই ব্যক্তিকে বুধবার দুই দফায় ছয় মাস ১৪ দিনের করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে তাকে আপাতত একমাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বাকি এক বছরের দণ্ড আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ওয়েস্ট অস্ট্রেলিয়া পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি ভিক্টোরিয়া রাজ্য থেকে সেখানে ভ্রমণে এসেছিলেন।
পুলিশ বলছে, গত ২৮ মার্চ তিনি ওয়েস্ট অস্ট্রেলিয়ায় আসেন। সরকারি ঘোষিত বাধ্যতামূলক ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনের নির্দেশনা থাকলেও তিনি তা অগ্রাহ্য করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। তাই তাকে আটক করে আদালতের হাতে সোপর্দ করা হয়।
তিনি পার্থ শহরের একটি হোটেলে ছিলেন। হোটেলের ফায়ার এক্সিট জানালা দিয়ে তিনি বাইরে বের হতেন। তারপর আবার ওইদিক দিয়েই হোটেলে ফের প্রবেশ করতেন। এরপর কমিউনিটিকে ঝুঁকির মুখে ফেলার দায়ে গত ৫ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে।
এসএ