ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু, মোট ৪৭৭৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৫ এপ্রিল ২০২০

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ৯৪ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৭ জন।

বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩৮৯ জন।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৯ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে চিকিৎসাধীনদের মধ্যে ৩ হাজার ৬৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ১১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএএ/এমকেএইচ