স্লোভেনিয়াতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে
মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে করোনাভাইরাস পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বুধবার স্থানীয় সময় সকালে সাড়ে ৯টা পর্যন্ত স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে ১ হাজার ২২০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
গত রোববার পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফেরেন ১ হাজার ২০৫ জন। অর্থাৎ, গত রোববার থেকে এখন পর্যন্ত নতুন করে মাত্র ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা সংক্রমণের হার বিবেচনায় অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে কম। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসের প্রভাবে এখন পর্যন্ত স্লোভেনিয়াতে মৃত্যু হয়েছে ৫৬ জন ও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৫৭ জন।
স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইযানেজ ইনশার পরিস্থিতির উন্নতির বিবেচনায় মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টেলিভিশনে এক ভাষণে বলেন, গত ১৯ মার্চ থেকে করোনাভাইরাসের বিস্তার রোধে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিলও তা এ মাসের শেষের দিকে তুলে নেয়া হতে পারে। এছাড়া ইস্টারের ছুটির শেষে আগামী সপ্তাহ থেকে সীমিত পরিসরে বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে।
এখন থেকে কোনো বাইরে যাতায়াতের ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস ব্যবহারের বাধ্যবাধকতা শিথিল করে দেয়া হয়েছে।
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে স্লোভেনিয়াতে এখন পর্যন্ত ১ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৬১ জনের।
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো স্লোভেনিয়াতেও অর্থনৈতিক এবং পর্যটন খাতে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে স্লোভেনিয়ার সরকারের ম্যাক্রোইকোনোমিক অ্যানালাইসিস সেন্টারের পক্ষ থেকে চলতি অর্থ বছরে দেশটির প্রবৃদ্ধি ধরা হয়েছিলও সাড়ে তিন শতাংশ। যেটি দেড় শতাংশ অর্থাৎ, প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে দেশটির অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন।
বিশেষ করে বার, রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ থাকায় দেশটির অনেক মানুষই বিপাকে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতির সামাল দিতে স্লোভেনিয়ার অর্থমন্ত্রী আন্দ্রেই শিরচেলি বিভিন্ন মেয়াদে সহজ শর্তে ঋণ ও বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছেন।
এমএসএইচ/এমকেএইচ