ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ডেনমার্কে স্কুলে ফিরেছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২০

ডেনমার্কের স্কুলগুলো আবারও খুলে দেয়া হয়েছে। বুধবার এক মাসের বিরতির পর শিশুদের স্কুলে ফিরতে দেখা গেছে। নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্কুলগুলো এক মাস ধরে বন্ধ ছিল।

ইউরোপের প্রথম কোনো দেশ হিসেবে করোনার কারণে চলমান এই সংকটময় পরিস্থিতির মধ্যে স্কুল খুলল ডেনমার্কে। এখনও ইউরোপের অন্যান্য দেশগুলোর স্কুলগুলো বন্ধই রাখা হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দেশটির নার্সারি, কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুল পুণরায় চালু করা হয়েছে।

গত ১২ মার্চ থেকে এসব স্কুল বন্ধ ছিল। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই স্কুলে যেতে পারছিল না। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও স্কুলে ফিরেছে শিশুরা।

denmark-2.jpg

তবে ডেনমার্কের পৌরসভাগুলোর অর্ধেক স্কুল চালু করা হয়েছে। অপরদিকে কোপেনহেগেনের ৩৫ শতাংশ স্কুল চালু করা হয়েছে। বাকি স্কুলগুলো ২০ এপ্রিলের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এখন পর্যন্ত ডেনমার্কে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬শ ৮১। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৭০ জন।

অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত ২৯৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৫১৫ জন।

বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। অপরদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে ইতালিতে।

টিটিএন/এমএস