ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেন করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২০

করোনায় প্রাণহানিতে আতঙ্ক তৈরি হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় আটশ কোভিড-১৯ রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আজ মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। মোট করোনায় আক্রান্ত শনাক্ত ৯৩ হাজার ৮৭৩।

ব্রিটিশ হেলথ্ অ্যান্ড সোশ্যাল কেয়ার মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে নতুন করে আরও ৭৭৮ জনের মৃত্যুর পর করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১০৭ জন।

তবে এই সংখ্যা শুধু যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের নিয়ে তৈরি। দেশটির অনেক বৃদ্ধাশ্রম ও নার্সিংহোমেও অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। যাদের হিসাব এই তালিকায় যুক্ত করেনি দেশটির সরকার। এ নিয়ে বিতর্কও চলছে।

তবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব। আজই দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো গোটা দেশে মৃতের সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য দেবে। ধারণা করা হচ্ছে, তাদের দেওয়া হিসাবে মৃত ও আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।

এসএ