ভারতে আক্রান্ত ১০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় ১২১১
লকডাউন ঘোষণার তিন সপ্তাহের মাথায় ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ২১১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা এখনও পর্যন্ত ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।
ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩৬৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৩৯ জন।
দেশটিতে করোনার সংক্রমণ সবচেয়ে উদ্বেগজন মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু রাজ্যে। আক্রান্তের দিকে মহারাষ্ট্রের অবস্থান সবার উপরে। সেখানে ২ হাজার ৩৩৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরপর ১ হাজার ৫১০ কোভিড-১৯ রোগী নিয়ে দিল্লি দ্বিতীয়। তামিলনাড়ুতে ১ হাজার ১৭৩ জন আক্রান্ত।
ভারতে করোনায় বিপর্যস্ত মহারাষ্ট্র রাজ্যে মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। সেখানে ইতোমধ্যে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৬০ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মারা গেছে ৪৩ জন। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা ২৮।
এদিকে তিন সপ্তাহের মেয়াদ শেষ হওয়ার পর আজ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি আজ দেশজুগে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেশজুড়ে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন মোদি।
এসএ