বয়স্কদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে যুক্তরাজ্য!
করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরির অভিযোগ আছে চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ অনেক দেশের বিরুদ্ধেই। এবার সেই একই অভিযোগে অভিযুক্ত হলো যুক্তরাজ্যও। বৃদ্ধাশ্রমে মৃতদের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এতদিন জানানো হয়েছে, দেশটিতে প্রতি আট বৃদ্ধাশ্রমের একটিতে করোনার সংক্রমণ ঘটেছে।
তবে দেশটিতে বৃদ্ধাশ্রম পরিচালনাকারী বৃহত্তম প্রতিষ্ঠান এইচসি-ওয়ানের চেয়ারম্যান ডেভিড বেহান জানিয়েছেন, শুধু তাদের অধীনে থাকাই ২৩২টি আশ্রমে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, যা মোট সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ।
তিনি জানিয়েছেন, এইচসি-ওয়ানের বৃদ্ধাশ্রমের অন্তত ৩১১ বাসিন্দা ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সরকারি হিসাবে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫৭১ জন, মারা গেছেন ১১ হাজার ৩৪৭ জন।
তবে এসব সংখ্যা শুধু হাসপাতাল থেকে পাওয়া তথ্যমাত্র। এর বাইরে মারা যাওয়া ব্যক্তিদের হিসাব প্রতিসপ্তাহে আলাদাভাবে প্রকাশ করা হয়ে থাকে।
সূত্র : আল জাজিরা, ডব্লিউটিএমজে রেডিও
কেএএ/এমএস