ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালিতে ২৩ হাজার ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস ইউরোপের দেশ ইতালিকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। করোনার হানা বিপর্যস্ত এই দেশটি। এখন পর্যন্ত দেশটিতে ১৯ হাজার ৮৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৬৩। অপরদিকে, এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ৩৪ হাজার ২১১ জন। তবে ৩ হাজার ৩৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, গত দু'দিনে দেশটিতে কমপক্ষে ২৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ইতালির পুলিশ। করোনার বিস্তাররোধে প্রশাসনের আরোপ করা নিয়ম ভঙ্গ করেছেন এসব লোকজন।

italy-2.jpg

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা প্রতিরোধে আরোপিত নিয়মভঙ্গ করায় শুক্র ও শনিবার প্রায় ২৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৩৯৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে গত কয়েকদিনে ইউরোপের এই দেশটিতে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। একই চিত্র দেখা যাচ্ছে ফ্রান্সেও। ফলে দেখা দিয়েছে নতুন আশার আলো। বিশেষজ্ঞদের ধারণা, হয়তো এর মধ্যেই মহামারির সবচেয়ে ভয়ঙ্কর সময়টি পার হয়ে এসেছে তারা।

রোববার ইতালিতে ৪৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি। গত ১৯ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এটাই একদিনে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। শনিবারও সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১৯ জন।

টিটিএন/এমএস