ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘করোনা মোকাবিলায় ব্যর্থ’, ডব্লিউএইচও প্রধানের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:১৯ এএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি ব্যবস্থাপনায় চীনের পদক্ষেপের চরম সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধানের পদত্যাগ দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকশ্যালি। তিনি বলেছেন, চীন শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে। আর তাদের সেই তথ্য বিশ্বাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে। এজন্য উচিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুসের পদত্যাগ করা।

সিনেটর মার্থা মনে করেন, হু ডেরেক্টর জেনারেলের ভূমিকার কারণে চীন প্রকৃত তথ্য আড়াল করার সুযোগ পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ইথিওপিয়ান বিশ্বের সঙ্গে প্রতারণা করেছেন। এমনকি করোনাভাইরাস মহামারি মোকাবিলায় চীনের ভূমিকার প্রশংসা করেছেন। অথচ তারা তথ্য লুকিয়েছে।’

‘আমি কখনও একজন কমিউনিস্টকে বিশ্বাস করি না এবং করোনাভাইরাস (যা চীন থেকে আবির্ভূত হয়েছে) নিয়ে চীন সরকার তথ্য গোপন করেছে। তাদের এ লুকোচুরির কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে অনাকাঙিক্ষত প্রাণ গেছে। আমি মনে করি, (এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়ায়) ড. টেড্রসের পদত্যাগ করা উচিত।’

এই সিনেটর আরও বলেন, ‘তারা (চীন সরকার) যে করোনায় মৃত্যু নিয়ে তথ্য গোপন করেছে সে বিষয়ে পর্বতসম সাক্ষ্য-প্রমাণ থাকলেও ড. টেড্রস তাদের স্বচ্ছতার প্রশংসা করেছেন। আর এই প্রতারণার কারণে অনেক জীবন গেছে।’

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। পরে ফেব্রুয়ারিতে এ সংখ্যা গিয়ে পোঁছায় ১৭ হাজার ২৩৮-এ। মারা যায় ৩৬১ জন। অথচ ওই সময়ও ড. টেড্রস বলেছিলেন, চীন ভ্রমণে বাধানিষেধ আরোপ করার দরকার নেই। তিনি বলেছিলেন, ‘ভাইরাসটির সংক্রমণ থামানোর জন্য আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্যে অযাচিত হস্তক্ষেপের প্রয়োজন নেই।’

গত ২০ মার্চ করোনাভাইরাস মোকাবিলায় চীন সরকারের প্রশংসা করে টুইটারে একটি পোস্ট দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

সেখানে তিনি লেখেন, ‘গতকাল প্রথমবারের মতো চীনে অভ্যন্তরীণ কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী ধরা পড়েনি। এটা একটা বিস্ময়কর অজন, এটা আমাদের এই অনুপ্রেরণা দেবে যে, করোনাকে ধরাশায়ী করা যেতে পারে।’

চীনের সরকারি তথ্য বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট ৮২ হাজার ১৬০ জন। মারা গেছে ৩ হাজার ৩৪১ জন। তবে কয়েকটি সূত্র বলেছে, চীনে করোনায় কমপক্ষে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুসের পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে প্রায় ১০ লাখ মানুষ।

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ব্যর্থ’- এমন দাবি করা হয়েছে পিটিশনটিতে। ফক্স নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডব্লিউএইচওর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। জাতিসংঘের এ সংস্থাকে তিনি ‘চীনপন্থী’ আখ্যা দিয়ে সংস্থাটির তহবিলে যুক্তরাষ্ট্র যে অনুদান দেয় তাও বন্ধ করে দেয়ার হুমকি দেন ট্রাম্প।

২০১৭ সালের জুলাইয়ে ডব্লিউএইচওর দায়িত্ব নেন ইথিওপিয়ার রাজনীতিবিদ ড. টেড্রস।

সূত্র : ডেইলি মেইল

এসআর/পিআর