ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মাস্ক পরা বাধ্যতামূলক হলো পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২০

দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ ও উডিশার পর এবার মাস্ত পরা বাধ্যতামূলক করলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিংহ একটি নির্দেশিকা জারি করেছেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নির্দেশিকায় বলা হয়েছে, কেউ বাইরে বেরলে যে কোনো ধরনের মাস্ক থাকা আবশ্যক। সেই মাস্ক হতে পারে দোপাট্টা বা গামছা এমনকি যে কোনো কাপড়ের টুকরো বা রুমালও, যা নাকমুখ ঢেকে রাখার জন্য যথেষ্ট।

রোববার জারি হওয়া ওই নির্দেশিকায় মুখ্যসচিব জানিয়েছেন, মাস্ক ব্যবহার করলে কোভিড-১৯ রোগের সংক্রমণের গতি অনেকটাই রোধ করা সম্ভব। আর তাই প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার করা বাঞ্ছনীয়।

স্বাস্থ্য দফতর সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়োজন কিনা কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল সরকারের উচ্চপদস্থদের মধ্যে। ইতোমধ্যেই ভারতের বেশি কয়েকটি রাজ্যে মাস্ক মুখাবরণ বাধ্যতামূলক করা হয়েছে।

চিকিৎসকদের একাংশের দাবি, যেহেতু ড্রপলেট থেকে এই রোগ ছড়ায়, সেহেতু প্রকাশ্যে মাস্ক ব্যবহার ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে খুবই কার্যকরী একটি পদক্ষেপ। গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা তৈরি হলে সেক্ষেত্রে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত।

তবে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনার কথা এখনো স্বীকার করা হয়নি। তবে সরকারের এই পদক্ষেপ তৃতীয় পর্যায়ের সংক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি হিসাবেই দেখছেন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এসএ