ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় করোনায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

হাসান তামিম | ভিয়েনা | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২০

অস্ট্রিয়ায় করোনাভাইরাস প্রার্দুভাব অনেকটাই স্থিতিশীল। প্রতিদিন মোট আক্রান্ত থেকে সুস্থতার সংখ্যা বেড়েছে। মৃতের সংখ্যা তুলনামূলক কমেছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৬৫ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৮৭ জন। মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন।

এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৩৫ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২৪৩ জন। করোনাভাইরাস ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, আজ নতুন মৃতের সংখ্যা ১৩ জন এবং নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ জনের বেশি। ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, অস্টিয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। ১০ এপ্রিল ৩১৬ জন নতুন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৮২৪ জন। গতকাল নতুন আক্রান্তের ২৪৬ জনের বিপরীতে সুস্থ হয়েছেন ৫৪০ জন। দিনে দিনে সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে।

এদিকে আগামীকাল থেকে ছোট আকারের দোকান ব্যবসায় প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নিয়মাবলি অবশ্যই পালন করতে হবে।

শনিবার থেকে সুপারমার্কেট এবং গণপরিবহনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় ২৫ ইউরো জরিমানা করা হবে। অস্ট্রিয়াতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হননি।

ইউরোপের দেশগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। এছাড়া জার্মানি এবং ফ্রান্সেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৪৪০ জন। অপরদিকে মারা গেছে ১ লাখ ৮ হাজার ৮৩৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৪ হাজার ৩৯৩ জন।

এদিকে জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২১ জন। রোববার দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৯।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানি ঘটেছে ২ হাজার ৬৭৩ জনের। এখন পর্যন্ত দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪শ জন। তবে ৪ হাজার ৮৯৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

করোনায় বিপর্যস্ত স্পেনে টানা ১৮ দিনের মৃত্যুর রেকর্ডে স্বস্তি এসেছিল শনিবার। ২৩ মার্চের পর দেশটিতে করোনায় মারা যান ৫১০ জন; যা দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। কিন্তু একদিনের ব্যবধানে ইউরোপের এই দেশটিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এ আবারও মৃত্যু বেড়েছে।

শনিবার দেশটিতে করোনায় আক্রান্ত ৫১০ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ৬১৯। এ নিয়ে স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭২ জনে। এর আগে গত ১৮ দিনের মধ্যে স্পেনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড ছিল শনিবার।

এমআরএম/এমএস