চোখে ড্রপের পরিবর্তে সুপার গ্লু! (ভিডিও)
সামান্য একটি ভুলের কারণেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার ভয়াবহ পরিণতি ভোগাতে পারে দীর্ঘদিন। আর এরকমই একটি ভুলের কারণে মারাত্মক এক বিপদে পড়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ক্যাথেরিন গ্যাডোস। চোখে ড্রপের পরিবর্তে সুপার গ্লু দেয়ায় হারাতে বসেছিলেন চোখের আলো।
চোখে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যবহারে আগ্রহী হয়েছিলেন গ্যাডোস। কিন্তু তার অসতর্কতার কারণে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। ড্রপের বদলে চোখে ব্যবহার করেন সুপার গ্লু। ফলে ৯ দিন আটকে ছিলো চোখের পাতা।
ক্যাথেরিন বলেন, হঠাৎ একদিন তার চোখে ছোট একটা কিছু ঢুকে পড়ে। ফলে চিৎকার করে বাড়ির সবাইকে তার ব্যাগ থেকে চোখের ড্রপটি আনতে বলেন। কিন্তু তারা ড্রপের পরিবর্তে সুপার গ্লু এনে দেন ক্যাথরিনের হাতে। যা চোখে দেয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়।
পরে চিকিৎসকের কাছে ফোন করে ক্যাথেরিনের পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসা খরচ বহনের কোন সামর্থ্য না থাকায় চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেয়। ফলে দীর্ঘ ৯ দিন তাকে চোখের পাতা বন্ধ করেই কাটাতে হয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে ক্যাথরিনের বিষয়টি প্রচার করা হয়। পরে বিনামূল্যে তার চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করেন চিকিৎসকরা। ফলে নয় দিনের মাথায় তিনি স্বাভাবিক অবস্থায় সবকিছু দেখতে পান।
এসআইএস/পিআর