ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫ লাখ ছাড়াল, মৃত্যু প্রায় ১৯ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২০

শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বিপর্যয় মহামারি করোনাভাইরোসে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৫ লাখ ১ হাজার ৬১৫। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে এই সংখ্যাটা ১ লাখ ৬১ হাজারের বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৭৭৭ জন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া সবশেষ হিসাবের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির সব অঙ্গরাজ্য এবং অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সামজিক দূরত্ব মেনে চলাসহ আরও যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আগামী ১ মে থেকে যদি সেসব নিষেধাজ্ঞা বাতিল করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

ট্রাম্প বলেছেন, স্থবির হয়ে পড়া দেশের অর্থনীতি তিনি পুনরায় চালু করতে চান। যদিও অনেক গবেষক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, এমন পদক্ষেপ নেওয়ার সময় এখনো আসেনি। তারপরই ট্রাম্প প্রশাসনকে এমন সতর্কবার্তা দিল বিশেষজ্ঞরা।

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গতকাল একদিনেই রেকর্ড ২ হাজার ১০৮ জন প্রাণ হারিয়েছেন। ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহর থেকে প্রাদুর্ভাব শুরু হওয়া করোনাভাইরাস গত সাড়ে তিন মাস সময়ের মধ্যে কোনো দেশে একদিনে এত মানুষ মারা যায়নি।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। এমনকি শুধু নিউইয়র্কে যত মানুষ আক্রান্ত হয়েছেন বিশ্বের কোনো দেশে এত মানুষ করোনায় আক্রান্ত হয়নি। আজকের মধ্যে মৃত্যুর সংখ্যায় সবার উপরে থাকা ইতালিকেও (১৮ হাজার ৮৪৯) ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র।

করোনা মোকাবিলায় হোয়াইট হাউসে গঠিত টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ড. ডেবোরাহ বার্ক্স বলেছেন, ‘সংক্রমণের হার স্থিতিশীল হওয়ার লক্ষণ মিললেও যুক্তরাষ্ট্র এখনো আক্রান্তের ‘সর্বোচ্চ শিখরে’ পৌঁছায়নি।’ অর্থাৎ সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে।

এসএ