ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানের আরও শতাধিক মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ১১ এপ্রিল ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ৮৩৭ জনের দেহে প্রাণঘাতী করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরও ১২৫ জনের নাম।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ শনিবার এসব তথ্য দিয়েছে। দেশটিতে এখন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪ হাজার ৩৫৭ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর আজ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে করোনা নিয়ে ব্রিফিংয়ে জানান, ইরানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ২৯ জন। আক্রান্ত এসব মানুষের মধ্যে ৩ হাজার ৯৮৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

মধ্যপ্রাচ্য তথা এশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি হানা দিয়েছে ইরানে। গোটা বিশ্বে করোনায় মৃতের দিক দিয়ে ইরানের অবস্থান ষষ্ঠ। এছাড়া আক্রান্তের দিক থেকেও অষ্টম স্থানে রয়েছে দেশটি।

এসএ