করোনায় আক্রান্তের খবর শুনেই তাবলিগ ফেরত যুবকের আত্মহত্যা
ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামউদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নিয়ে বাসায় ফেরার পর এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন জেনে আত্মহত্যা করেছেন। গত মাসে দিল্লির নিজামউদ্দিনের তাবলিগ মারকাজের জমায়েতে যোগ দিয়েছিলেন তিনি।
ওই যুবক দেশটির আসাম প্রদেশের বাসিন্দা (৩০)। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, নিজামউদ্দিনের মারকাজ থেকে বেশ কয়েকজনের সঙ্গে গতমাসে মহারাষ্ট্রের অকোলায় গিয়ে ওঠেন। সম্প্রতি করোনার লক্ষণ দেখা দিলে নিজেই স্থানীয় হাসপাতালে যান।
গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড -১৯ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন চিকিৎসকরা। করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনার পর ওই যুবক শনিবার সকালে আত্মহত্যা করেন।
হাসপাতাল সূত্র বলছে, আইসোলেশন ওয়ার্ডের শৌচালয়ে ব্লেড দিয়ে নিজের গলার নলি কেটে আত্মহত্যা করে তিনি। তবে দেশটির পুলিশ এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে।
ভারতের মধ্যে এই মুহূর্তে মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত সেখানে ১ হাজার ৫৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১১০ জন।
এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ এবং মারা গেছেন ৪০ জন। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬০০ জনে এবং মারা গেছেন ২৪৯ জন।
এসআইএস/এমকেএইচ