ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা: পিপিই সঙ্কট, হুমকিতে চিকিৎসকদের জীবন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য জরুরি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) তীব্র ঘাটতির কারণে চিকিৎসকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এমন আশঙ্কা জানিয়ে ব্রিটেনের চিকিৎসকদের সংগঠন ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

বিএমএ বলছে, তাদের সংগঠনের অনেক চিকিৎসক; যারা করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তারা এখনও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাননি। এর ফলে চিকিৎসদের জীবন হুমকির মুখে পড়েছে।

এর আগে, শুক্রবার ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ব্রিটেনে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে কিট রয়েছে। এছাড়া কিট ও সুরক্ষা সামগ্রীর ঘাটতি মোকাবিলায় সরকারের নেয়া একটি পরিকল্পনা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার ব্রিটেনে করোনায় একদিনে সর্বোচ্চ ৯৮০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮ হাজার ৯৫৮ এবং আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৭৫৮ জন।

তবে দেশটিতে মৃত্যুর এই সংখ্যা আরও অনেক বেশি হবে বলে দাবি করেছেন অনেকে। কারণ হিসাবে তারা বলছেন, যারা করোনায় আক্রান্ত হয়ে বাসা-বাড়িতে কিংবা হোম কেয়ারে মারা যাচ্ছেন, তাদের সরকারি হিসাবে ধরা হচ্ছে না।

দেশটিতে প্রত্যেকদিন করোনায় মৃত্যুর সংখ্যা লাফিয়েং লাফিয়ে বাড়লেও ইংল্যান্ডের উপ-প্রধান মেডিক্যাল কর্মকর্তা জোনাথন ভ্যান-ট্যাম সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা সবচেয়ে খারাপ সময়ে পৌঁছেছি; এটা এখনই বলা সম্ভব নয়। তবে সরকার করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশনা জারি করেছে; তা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএমএ বলছে, লন্ডন এবং ইয়র্কশায়ারে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর ঘাটতি বিপজ্জনক কম। বিএমএ কাউন্সিল চেয়ারম্যান ডা. চাঁদ নাগপল বলেন, যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ছাড়াই চিকিৎসকরা রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে অত্যন্ত হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসা দেয়া বেশ কঠিন। কিন্তু চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করতে না পারাটা সরকারের ধারাবাহিক ব্যর্থতা।

দেশটির সরকার সুরক্ষা সামগ্রীর ঘাটতি দ্রুত মেটানো হবে বলে অঙ্গীকার করলেও এখন পর্যন্ত বিভিন্ন প্রান্তের চিকিৎসকদের কাছে তা পৌঁছায়নি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেন, এটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত ৭৪২ মিলিয়ন সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

সূত্র: বিবিসি।

এসআইএস/পিআর