ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা এক সপ্তাহে তিনগুণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৫ এএম, ১১ এপ্রিল ২০২০

সারাবিশ্বের মতো ব্রাজিলেও হু হু করে বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে মাত্র সাতদিনের ব্যবধানেই প্রায় তিনগুণ হয়েছে করোনায় মৃতের সংখ্যা।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, গত ৩ এপ্রিল সেখানে মৃতের সংখ্যা ছিল ৩৫৯ জন। কিন্তু মাত্র এক সপ্তাহ পরেই ১০ এপ্রিল মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৯ হাজার ৯৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১৭৩ জন।

ব্যাপক সমালোচনা সত্ত্বেও করোনার বিস্তার রোধে কোনোধরনের নিষেধাজ্ঞা বা লকডাউন দিতে রাজি হননি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার দাবি, মহামারির চেয়ে অর্থনৈতিক সংকট বেশি ভয়াবহ।

Brazil-2.jpg

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বোলসোনারোও করোনাভাইরাসকে ‘ছোট ফ্লু’ বলে উপেক্ষা করছেন। এমনকি কিছু কিছু অঞ্চলের গভর্নর করোনার বিস্তার ঠেকাতে সেলফ-আইসোলেশন নির্দেশনা জারি করলে সেটিও তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।

এধরনের অবজ্ঞা ও সতর্কহীনতার কারণে ব্রাজিলে করোনা পরিস্থিতি খুব শিগগিরই ভয়াবহ আকার ধারণ করতে পারে। মাত্র সাতদিনেই মৃতের সংখ্যা তিনগুণ হওয়া তারই শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সিএনএন

কেএএ/এমএস