ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত দক্ষিণ কোরিয়ার ৯১ রোগী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১০ এপ্রিল ২০২০

দক্ষিণ কোরিয়ায় নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে দ্বিতীয় দফায় ৯১ জন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কর্তৃপক্ষ আজ এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দ্যা কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) শুক্রবার জানিয়েছে, তারা জানেন না এসব রোগী কেন দ্বিতীয়বারের মতো আবার করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

কেসিডিসির পরিচালক জিয়ং ইউন কিয়ং আজ এক সংবাদ সম্মেলনে বলেন, সম্ভবত এসব রোগী দেহে পুনরায় ভাইরাসটি সচল হয়েছে। তবে নতুন করে আবার এসব মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হলে তিনি অবশ্য তাতে দ্বিমত পোষণ করেন।

বিবিসির প্রতিবেদনে অন্য বিশেষজ্ঞদের বরাতে বলা হচ্ছে, তারা মনে করছেন, এসব রোগী সম্ভবত সম্পূর্ণরুপে সুস্থ হয়ে ওঠেনি, নয়তো তাদেরকে ভুলভারে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

দক্ষিণ কোরিয়ার এই ঘটনা আন্তর্জাতিকভাবে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়াবে। কেননা বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, যারা একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হন তাদের দেহে ভাইরাসটি প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়। কিন্তু এবার নতুন প্রশ্ন দেখা দেবে।

এসএ