ফিলিপাইনে নতুন করে ১৮ জনের মৃত্যু
ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছে ১১৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২২১। অপরদিকে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৯৫ জন।
দেশটিতে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছে ১৬ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪০ জন।
দেশটিতে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত ৯ চিকিৎসক প্রাণ হারিয়েছেন। দেশটিতে চিকিৎসা সরঞ্জামাদির সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ করছেন চিকিৎসকরা।
এদিকে, ফিলিপাইনে করোনার বিস্তাররোধে রাজধানীতে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজধানীসহ বৃহৎ এলাকায় চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে।
মূলত দেশটির উত্তরাঞ্চলে অবিস্থত সবচেয়ে বড় দ্বীপ লুজনে লকডাউন চলছে। সেখানে আনুমানিক ৫ কোটি ৭০ লাখ মানুষের বাস। এর আগে গত মার্চের মাঝামাঝি কমিউনিটির মধ্যে কোয়ারেন্টাইন কার্যকরে আগামী ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।
টিটিএন/জেআইএম