ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনার হানা, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০

এবার করোনাভাইরাস ধরা পড়লো যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও। শুক্রবার হাদ্রামৌত প্রদেশে এক ব্যক্তির শরীরে ভাইরাস শনাক্তের কথা জানিয়েছে করোনা নিয়ন্ত্রণে গঠিত দেশটির সর্বোচ্চ কমিটি।

কমিটির পক্ষ থেকে এক টুইটে জানানো হেয়েছে, রোগীকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল।

বিভিন্ন সহযোগী সংস্থার মতে, দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। জাতিসংঘ বলছে, বিশ্বের সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে ভুগছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সেখানে প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

jagonews24

এর আগে, গত বুধবার করোনা সংক্রমণের কারণে দুই সপ্তাহের অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের অন্যতম অংশীদার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগশ বৃহস্পতিবার বলেছেন, কোভিড-১৯ সংকট সবকিছুই গ্রাস করছে। ইয়েমেনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।

সূত্র: আল অ্যারাবিয়া

কেএএ/এমকেএইচ