মালয়েশিয়ায় একদিনে আক্রান্ত আরও ১০৯, মৃত্যু ২
মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৯ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২২৮ জন।
এদিন করোনা আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জন।
এর আগে, গত মঙ্গলবার মালয়েশিয়ায় নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ১৫৬ জন। ওইদিনও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬০৮ জন।
মালয়েশিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানকার একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়ে। ইতোমধ্যেই ওই সম্মেলনে যোগ দেয়া এক হাজারেরও বেশি মুসল্লির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া চার লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।
সূত্র: আল জাজিরা
কেএএ/এমকেএইচ