ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা : ইউরোপীয় রিসার্চ কাউন্সিল প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৯ এপ্রিল ২০২০

করোনার জের ধরে ইউরোপীয় ইউনিয়নের রিসার্চ কাউন্সিলের প্রধান পদত্যাগ করেছেন। গত জানুয়ারিতেই সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় আকস্মিক পদত্যাগ করলেন।

ইউরোপীয় রিসার্চ কাউন্সিলের প্রধান হিসেবে চার বছর মেয়াদে গত ১ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলেন মাউরো ফেরারি। মঙ্গলবার তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, খুব দ্রুত এই বিষয়টি কার্যকর হবে।

এক মুখপাত্র বলেন, ইআরসির প্রেসিডেন্টের পদ থেকে অধ্যাপক ফেরারির এত আগেই পদত্যাগের ঘটনায় কমিশন অনুতপ্ত। পদত্যাগের আগে ফেরারি ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, করোনার এই মহামারি পরিস্থিতিতে ইউরোপীয়ান কাউন্সিলের যা করা প্রয়োজন ছিল তারা তা করতে পারেনি।

তিনি বলেন, আমি ইউরোপীয়ান কাউন্সিলের কার্যক্রমে খুবই হতাশ। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা স্পেনে এবং সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি।

স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭৯২ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৭৮ এবং নতুন করে মারা গেছে ৭৪৭ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ এবং মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ৩ হাজার ৮৩৬ এবং নতুন করে মারা গেছে ৫৪২ জন।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯৬ এবং মারা গেছে ২ হাজার ৪৯ জন। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৩৩ এবং নতুন করে মারা গেছে ৩৩৩ জন।

অপরদিকে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ৫৪১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ এবং মোট প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৮৬৯ জনের।

টিটিএন/জেআইএম