লকডাউনে বিয়ে এবং বিচ্ছেদে নিষেধাজ্ঞা দুবাইয়ে
লকডাউনে দীর্ঘদিন স্বামী-স্ত্রী কাছাকাছি থাকায় তাদের সম্পর্কের যেমন উন্নতি হচ্ছে তেমনি বিচ্ছেদের ঘটনাও একেবারে কম নয়। লকডাউনে থাকাকালীন চীনে অসংখ্য বিবাহ বিচ্ছেদের মামলা জমেছে। ভারতেও একই আশঙ্কা তৈরি হয়েছে। লকডাউনে বাসায় অলস সময় কাটাতে গিয়ে শুধু বিবাহ বিচ্ছেদ নয় তৈরি হচ্ছে নতুন সম্পর্কও। আর এই অলস সময়কে অনেকেই বেছে নিচ্ছেন বিয়ের উত্তম সময় হিসেবে। তাই এবার বিয়ে এবং বিচ্ছেদ দু’টোর ওপরেই নিষেধাজ্ঞা জারি করেছে দুবাই। বুধবার (৮ এপ্রিল) দুবাইয়ের একটি আদালত এ নিষিধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই এই নির্দেশ দিয়েছে দুবাইয়ের আদালত।
দুবাইয়ের বিচার বিভাগ থেকে জারি করা নোটিশে স্পষ্ট বলা হয়েছে, ‘লকডাউনের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা বিয়ে করা যাবে না। পরবর্তী নোটিশ জারি করা না পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’
ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই নোটিশ দেয়নি দেশটির আদালত। লকডাউনে বিয়ে বা বিচ্ছেদে লোক সমাগমের আশঙ্কা রয়েছে। আর লোক সমাগম থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তাই এ আদেশ দিয়েছে দেশটির আদালত।
পারিবারিক আদালতের বিচারক খালেদ আল-হাওসনি বিভাগীয় ওয়েবসাইটে জানান, যারা ইতোমধ্যে বিয়ের যাবতীয় কর্মকাণ্ড শেষ করেছেন, তারাও এই পরিস্থিতিতে বিয়ের দাওয়াত দেবেন না। এমনকি পরিবারের ঘনিষ্ঠদের মধ্যেও নয়। আর কেউ লোকজনকে বিয়ের নিমন্ত্রণ করে থাকলে তাদের লকডাউন ওঠার পরেই বিয়ে করতে হবে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জনে। এর মধ্যে প্রাণ গেছে ১২ জনের। আর নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। করোনা সংক্রমণ রোধে দেশটিতে চলছে লকডাউন। আর এবার বিয়ে এবং বিচ্ছেদের ওপরও নতুন করে জারি হলো নিষেধাজ্ঞা।
এমএফ/জেআইএম