ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানে করোনায় মৃত্যু চার হাজার পার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০

শুরুর তীব্রতা কাটিয়ে করোনাভাইরাস মহামারির রাশ কিছুটা টেনে ধরেছে ইরান। তবে এখনও থেমে নেই প্রাণহানির ঘটনা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ১২১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩ জন।

বুধবার ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৮৬ জন।

দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে ২৯ হাজার ৮১২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, এখনও চিকিৎসাধীনদের মধ্যে ৩ হাজার ৯৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানে করোনায় মৃতের সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে নতুন সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। গত রোববার দেশটিতে নতুন রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। বুধবার তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ শতাংশ।

সূত্র: সিএনএন

কেএএ/এমকেএইচ