ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪০৪, মৃত ৭১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৮ এপ্রিল ২০২০

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইসরায়েলেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৪ জন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশটিতে এপর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই প্রাণ গেছে ছয়জনের।

ইসরায়েলে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮০১ জন। তবে, হাসপাতালে চিকিৎসাধীন ১৪৭ জনের অবস্থা এখনও সঙ্কটাপন্ন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে গত শুক্রবার থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

সূত্র: আল জাজিরা

কেএএ/পিআর