ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাসপাতালের খাবার প্যাকেটে জ্যান্ত ইঁদুর

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০১৫

প্রতিবেশী দেশ ভারতের চিকিৎসার প্রতি আস্থা বাংলাদেশের মানুষের খুবই বেশি। তবে এবার দেশটির প্রথম সারির একটি হাসপাতালের খাবারের প্যাকেটে পাওয়া গেছে জ্যান্ত ইঁদুর। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরেই এসেছে- দেশটির রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এ (এইমস) খাবারের প্যাকেটে পাওয়া গেছে জ্যান্ত ইঁদুর।

জানা গেছে, হাসপাতালে রোগীদের জন্য আনা পাউরুটির প্যাকেট খুলতেই তার মধ্যে দিয়ে বাইরে লাফিয়ে পড়ে একটি ইঁদুর। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এলে সঙ্গে সঙ্গে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় সংশ্লিষ্ট সংস্থাকে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের জন্য বরাদ্দ ওই প্যাকেটগুলো যদি সঠিক সময়ে নজরে না পড়ত তাহলে মারাত্মক ঘটনা ঘটতে পারত। অ্যালার্জি, ডায়েরিয়া, রক্তে সংক্রমণ, মেনিনজাইটিস ইত্যাদিতে আক্রান্ত হতে পারতেন রোগীরা।

তবে কোম্পানির নাম প্রকাশ না করে দেশটির গণমাধ্যম জানিয়েছে, যে কোম্পানির পাউরুটিতে ইঁদুর পাওয়া গেছে, সেই কোম্পানি ‌‘বন নিউট্রিয়েন্টস’ বিস্কুট, কেক, কুকিজ ইত্যাদি ভারতের পাশাপাশি বিদেশেও রফতানি করে।

এসএইচএস/আরআইপি