ভারতে আটকা ১৩০০ নাগরিককে ফেরত নিতে বিশেষ বিমান পাঠাল যুক্তরাষ্ট্র
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। এর ফলে যুক্তরাষ্ট্রের ১৩০০ নাগরিক আটকা পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। তাদের ফেরাতে বিশেষ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা অ্যালিস ওয়েলসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিন এই তথ্য জানায়।
অ্যালিস বলেন, ‘দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা মার্কিন নাগরিকদের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বাংলাদেশ ও নেপালে আটকে থাকা ২ হাজার ৯০০ জন আমেরিকানকে ফেরাতে আজ (মঙ্গেলবার) ১৩টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।’
ভারতের বিভিন্ন প্রান্তে আটক থাকা মার্কিনিদের সঙ্গে যোগাযোগ করার জন্য যুক্তররাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের তথ্য দিল্লিকে জানানো হয়। তার ভিত্তিতেই ভারতের বিভিন্ন প্রান্ত আটকে থাকা ওই মার্কিন নাগরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। এরপরই তাদের বিমানবন্দর পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার।
করোনাভাইরাসে ভারতে এ পর্যন্ত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়েয়েছে।
এসআর/জেআইএম