ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত মোট ২৭৫২

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ১২:১৫ এএম, ০৮ এপ্রিল ২০২০

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৭৫২ জনে।

এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন, যার মধ্যে গত একদিনেই চারজন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫১ জন।

সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) কয়েক দফায় মোট ২০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে।

কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।

বিএ