ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় জাপানে জরুরি অবস্থা ঘোষণা, ১ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজধানী টোকিও, ওসাকাসহ সাতটি হটস্পটে জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। পাশাপাশি, অর্থনৈতিক সংকট মোকাবিলায় এক ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের প্রণোদনা সহায়তাও ঘোষণা করা হয়েছে, যাকে বলা হচ্ছে এযাবৎকালে বিশ্বের সর্বোচ্চ প্রণোদনা প্যাকেজ।

মঙ্গলবার টেলিভিশনে এক বক্তেব্যে এসব ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড পরিবর্তন করা। যদি আমরা অন্যদের সংস্পর্শে আসা অন্তত ৭০ শতাংশ কমাতে পারি, তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যেই সংক্রমণ কমে আসবে।

জনবহুল সাতটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার ফলে দেশটির প্রায় ৪৪ শতাংশ মানুষ নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন। এ আদেশে দেশটির নিরাপত্তাকর্মীরা মানুষজনকে ঘরে রাখতে এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধে আরও বেশি বলপ্রয়োগের ক্ষমতা পেল। আগামী ৬ মে পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে জাপান সরকার।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, জাপানে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯০৬ জন। মারা গেছেন ৯২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯২ জন।

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ