ভারতে লক ডাউন বৃদ্ধির ইঙ্গিত, দ. এশিয়ার কোন দেশে কত আক্রান্ত?
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে সরকারের জারিকৃত লক ডাউনের মেয়াদ বাড়তে পারে বলে কয়েকটি রাজ্যের কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় শনিবার এই সতর্কতা দেয়া হয়।
প্রাণঘাতী এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ১৩০ কোটি মানুষের এই দেশটিতে তিন সপ্তাহের লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সর্ববৃহৎ এই লক ডাউনের কবলে পড়ে দেশটির লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন।
খাবার এবং আশ্রয়ের সন্ধানে দেশটির বিভিন্ন প্রান্তের অভিবাসী শ্রমিকরা গ্রামে ফিরতে বাধ্য হচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকলেও অনেক শ্রমিক পরিবার নিয়ে দিনের পর দিন হেঁটে গ্রামে ফিরছেন। ভারতে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৩ হাজার ৭২ এবং মারা গেছেন ৭৫ জন।
দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে সর্বোচ্চ ৫৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া এই প্রদেশের করোনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন।
মহরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, লোকজন যদি নিয়মগুলো গুরুত্বের সঙ্গে না মেনে চলেন, তাহলে লক ডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। মুম্বাই এবং মহারাষ্ট্রের নগর অঞ্চলগুলোতে দুই সপ্তাহের জন্য লক ডাউন বাড়ানো হবে।
আগামী ১৪ এপ্রিল দেশটিতে লক ডাউনের মেয়াদ শেষ হবে। তার মাঝেই ফেডারেল সরকারের লক ডাউনের মেয়াদ বৃদ্ধির এমন পরিকল্পনার পর দেশটির কেন্দ্রীয় সরকারের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রত্যেক রাজ্যের পরিস্থিতির ওপর এটি নির্ভর করছে। করোনাভাইরাসের বিস্তার যেসব এলাকায় বেশি ছড়াবে; সেসব এলাকায় লক ডাউন বৃদ্ধি করা হতে পারে।
এদিকে, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করোনা মহামারি নিয়ন্ত্রণে দুই দেশের অংশীদারিত্বকে কাজে লাগানোর ব্যাপারে টেলিফোনে আলোচনা করেছেন।
দক্ষিণ এশিয়ার ৮ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র সাতদিনের ব্যবধানে দিগুণ হয়েছে। এই সংখ্যা গত সপ্তাহে তিন হাজারের নিচে থাকলে চলতি সপ্তাহে তা ৬ হাজার ছাড়িয়েছে।
** বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত ৩০৭২, মৃত ৭৫
** পাকিস্তানে করোনা সংক্রমিত হয়েছেন ২৭০৮ জন এবং প্রাণ গেছে ৪১ জনের
** আফগানিস্তানের ৬ জনের মৃত্যু এবং আক্রান্ত ২৯৯
** শ্রীলঙ্কায় ৬ জন মারা গেছেন এবং আক্রান্ত মোট ৬২
** বাংলাদেশে ৭০ জন সংক্রমিত এবং মারা গেছেন ৮ জন
** মালদ্বীপে একজনও মারা যাননি। তবে আক্রান্ত ৩২
** নেপালে মাত্র ৯ জন আক্রান্ত, মৃত নেই
** ভুটানেও কেউ মারা যাননি, আক্রান্ত মাত্র ৫
এসআইএস/এমকেএইচ