ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টে পরমাণু চুক্তি অনুমোদন

প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৩ অক্টোবর ২০১৫

ছয় বিশ্বশক্তির সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তি অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ১৬১ ভোট পড়েছে, এছাড়া এর বিপক্ষে ভোট দিয়েছে ৫৯ জন ও ১৩ জন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত জুলাই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে পরমাণু সক্ষমতা কমানোর বিষয়ে মতৈক্যে পৌঁছায় তেহরান। এরপর দেশটির উপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো বিশ্ব নেতারা।

ইরান সেসময় জানায়, শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে পরমাণুর ব্যবহার করাই তাদের উদ্দেশ্য।

এসআইএস/পিআর