ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যমজ সন্তানের নাম কোভিড-করোনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে সারাদেশে। এর মধ্যেই জন্ম নিল যমজ ভাই-বোন। একারণে তাদের নাম কোভিড ও করোনা রেখেছেন বাবা-মা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।

শিশু দু’টির মা প্রীতি ভার্মা জানান, ছেলের নাম কোভিড ও মেয়ের নাম করোনা রাখা হয়েছে। লকডাউনের মধ্যে তাদের যে সমস্যা হয়েছে এবং তারা যেভাবে সেসব অতিক্রম করেছেন, সে কথা মনে করেই যাবতীয় সংগ্রাম শেষে জয়ের প্রতীক হিসেবে সন্তানদের এমন নাম রেখেছেন তারা।

প্রীতি জানান, গত ২৬ মার্চ রাতে তার ব্যথা শুরু হয়। অনেক চেষ্টার পর তার স্বামী একটি অ্যাম্বুলেন্স ডেকে আনেন। কিন্তু লকডাউন চলায় পুলিশ বারবার গাড়ি আটকাচ্ছিল। অবশেষে মধ্যরাতে হাসপাতালে পৌঁছান তাঁরা। কিন্তু বাস-ট্রেন বন্ধ থাকায় সন্তান প্রসবের সময় পরিবারের অন্য সদস্যরা কেউই আসতে পারেননি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রীতির সি-সেকশন সার্জারি করা হয়েছিল। এখন মা ও শিশু সুস্থ আছে। হাসপাতাল থেকে তাদের ছাড়পত্রও দেয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/