দ্বিতীয় পরীক্ষায়ও করোনা নেগেটিভ ট্রাম্প
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পরীক্ষা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের পরীক্ষায়ও ফলাফলও নেগেটিভ এসেছে। অর্থাৎ এখন পর্যন্ত করোনা সংক্রমিত হননি মার্কিন প্রেসিডেন্ট।
এই বিষয়ে হোয়াইট হাউজের চিকিৎসক সিন কোনলি বলেছেন, ‘ফের কোভিড-১৯ পরীক্ষা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সুস্থ আছেন। তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই’।
বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে ট্রাম্পের ব্রিফিংয়ের পূর্বে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘নতুন করে পরীক্ষা করেছি। মাত্র ১৫ মিনিটে ফলাফল জানা গেছে। কৌতূহল মুক্ত হয়েছি, এটা (পরীক্ষা) খুবই দ্রুত কাজ করে।’
এই নিয়ে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্চের মাঝামাঝিতে প্রথমবার পরীক্ষা করেছেন। সেবারও ফলাফল নেগেটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসার কারণ পরীক্ষা করেছেন তিনি।
নতুন কিটের মাধ্যমে ট্রাম্পের পরীক্ষা করা হয়েছে। যেটি মাত্র ১৫ মিনিটে ফলাফল জানা সক্ষম।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৬ হাজার ৮৮ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে দ্বিগুণের বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। আর প্রাণ গেছে ১৩ হাজার ৯১৫ জন।
এফআর/এমএস