স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার পার, একদিনে প্রাণ গেল আরও ৯৫০ জনের
করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে ভয়ঙ্কর দিন গেল স্পেনের। বৃহস্পতিবার সেখানে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন আরও ৯৫০ জন, যা তাদের একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৩ জনে।
এদিন স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় আট শতাংশ। বুধবার পর্যন্ত দেশটিতে ১ লাখ ২ হাজার ১৩৬ জন কোভিড-১৯ রোগী ছিলেন। বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জন।
করোনায় শুধু শারীরিক ক্ষতিই নয়, বড় সংকটে পড়েছে স্পেনের অর্থনীতিও। মহামারি শুরুর পর থেকে দেশটিতে চাকরি হারিয়েছেন প্রায় নয় লাখ মানুষ। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন অস্থায়ী কর্মী। প্রায় তিন বছর পর দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখেরও বেশি।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ, মৃতের সংখ্যাও ৫০ হাজার ছাড়িয়েছে।
সূত্র: বিবিসি
কেএএ/