ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেনে করোনায় প্রাণহানির রেকর্ড, আজও ৫৬৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০১ এপ্রিল ২০২০

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকড৫৬৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও প্রায় চার হাজারের বেশি মানুষ।

ব্রিটেনের স্বাস্থ্যবিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৪ জনে।

একদিনে সর্বোচ্চ ৫৬৩ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ২ হাজার ৩৫২ জনের। এছাড়া বুধবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত দেশটিতে ১ লাখ ৫২ হাজার ৯৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

একদিন আগে ব্রিটেনে করোনাভাইরাসে ৩৮১ জন মারা যান এবং সংক্রমিত হন ৩ হাজার ৯ জন। গতকালকের চেয়ে দেশটিতে আজ সংক্রমণ এবং প্রাণহানি বৃদ্ধি পেয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা ৮ লাখ ৮৪ হাজার ৭৫ এবং মারা গেছেন ৪৪ হাজার ১৬৯ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ১৭৫।

এসআইএস/এমকেএইচ