ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সপ্তাহের ৬ দিন ভাগাভাগি করে বাইরে বের হতে হবে নারী-পুরুষদের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৫ এএম, ৩১ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একেক দেশ একেক রকম পদক্ষেপ নিচ্ছে। কোনো কোনো দেশ তাদের সীমান্তসহ ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। আবার কোনো কোনো শহর, অঞ্চল বা দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে করোনার সংক্রমণ রোধে বাইরে চলাফেরায় কড়াকড়ি আরোপ করছে দেশগুলো।

তবে সেন্ট্রাল আফ্রিকান দেশ পানামা সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অন্য সব দেশ থেকে সম্পূর্ণ আলাদা।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা ঠেকাতে বাইরে চলাফেরায় লিঙ্গভিত্তিক বাধানিষেধ আরোপ করেছে পানামা।

পানামায় বর্তমানে লকডাউন চলছে। তবে নতুন নির্দেশে বলা হয়েছে, লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজেন একসঙ্গে নারী-পুরুষের বাইরে যাওয়া যাবে না।

দেশটির নতুন নিয়মানুযায়ী, কেনাকাটা করতে মাত্র দুই ঘণ্টার জন্য সপ্তাহের তিন দিন বাইরে বের হতে পারবেন নারীরা। দিনগুলো হলো-সোম, বুধ ও শুক্রবার।

অন্যদিকে পুরুষরা মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার বাইরে বের হতে পারবেন। তবে রোববার কেউই বের হতে পারবেন না।

দেশটির নিরাপত্তামন্ত্রী জুঁয়ান পিনো বলেছেন, ‘এই কোয়ারেন্টাইন আপনাদের (পানামা জনগণ) জীবন রক্ষার চেয়ে বেশি কিছু নয়।’

তিন সপ্তাহ আগে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয় পানামায়। এরপর ২১ দিনের ব্যবধানে সেখানে আক্রান্ত হয়েছেন এক হাজারের ওপরে। মারা গেছন ২৭ জন।

এসআর/জেআইএম