এক সপ্তাহেই করোনামুক্ত প্রিন্স চার্লস
মাত্র এক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। ইতোমধ্যে আইসোলেশন থেকেও বেরিয়ে এসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির এ জ্যেষ্ঠ পুত্র।
গত সপ্তাহে করোনাভাইরাস ধরা পড়েছিল ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে। এর কয়েকদিন আগে থেকেই উপসর্গ দেখা দিয়েছিল তার। টেস্টের ফল পজেটিভ আসার পরপরই স্কটল্যান্ডের বির্কহলে আইসোলেশনে চলে যান তিনি। এতদিন সেখানেই ছিলেন প্রিন্স চার্লস।
আইসোলেশনে গেলেও সেখানেই দাপ্তরিক কাজকর্ম করছিলেন তিনি। সোমবার চিকিৎসকরা জানান, করোনার হাত থেকে মুক্তি পেয়েছেন ব্রিটিশ রাজপুত্র। তাদের পরামর্শ মেনেই আইসোলেশন থেকে বেরিয়েছেন তিনি।
এদিকে, প্রিন্স চার্লস বেরিয়ে এলেও তার স্ত্রী ক্যামিলা এখনও আইসোলেশনে রয়েছেন। তার শরীরে করোনাভাইরাস পাওয়া না গেলেও অন্তত এই সপ্তাহ তাকে আলাদাই থাকতে হবে।
ব্রিটিশ রাজপরিবারের মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথও করোনা আক্রান্ত হয়েছেন। তাকেও আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার আরও ১৮০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫ জনে।
যুক্তরাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি হিসাবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্যে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা ২০ লাখের বেশি। কারণ, সরকার শুধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রোগীদেরই টেস্ট করাচ্ছে।
সূত্র: ডেইলি মেইল
কেএএ/