মেক্সিকোতে নতুন করে করোনায় আক্রান্ত ১৪৫, আরও ৪ মৃত্যু
মেক্সিকোতে করোনাভাইরাসে নতুন করে আরও ১৪৫ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মেক্সিকোতে এই প্রাণঘাতী ভাইরাসে ২০ জন মারা গেছে।
এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ জন। তবে দেশটিতে করোনায় আক্রান্ত একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪৫ এবং আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৯৩ এবং প্রাণ হারিয়েছে ২০ জন।
বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২১ হাজার ৯০৩।
অপরদিকে, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩ হাজার ৯৬৬ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ৩১২ জন।
টিটিএন/পিআর