ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পরামর্শ-বিধিনিষেধসহ বাড়ি বাড়ি চিঠি দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৯ মার্চ ২০২০

যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। কিছুদিনের মধ্যেই এ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে জানিয়ে জনগণকে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে বসবাসরত পরিবারগুলোর কাছে পাঠানো চিঠিতে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি। চিঠির সঙ্গে যুক্তরাজ্যে মহামারির অবস্থা, এসময়ে করণীয় ও জারিকৃত নিষেধাজ্ঞার খুঁটিনাটি তথ্যও রয়েছে।

বরিস জনসন নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা মোকাবিলায় তার সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারেনি বলে সমালোচনাও চলছে ঢের। এরমধ্যেই জনগণকে সতর্ক করতে সবার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, যুক্তরাজ্যের অন্তত তিন কোটি পরিবারের কাছে চিঠি পাঠাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর সঙ্গে স্বাস্থ্য পরামর্শ ও সরকারি বিধিনিষেধের তথ্য সম্বলিত লিফলেটও দেয়া হচ্ছে। এ কাজে ব্যয় হচ্ছে প্রায় ৫৮ লাখ পাউন্ড (৬১ কোটি ৩০ লাখ টাকা প্রায়)।

jagonews24

চিঠিতে বরিস জনসন বলেন, শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি। বিজ্ঞানী ও চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে অবশ্যই দ্বিধা করব না।

তিনি বলেন, আপনার এটা জানানো অত্যন্ত জরুরি যে, পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই যত বেশি নিয়ম মেনে চলবো, তত কম প্রাণহানি ঘটবে এবং তত তাড়াতাড়ি জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

করোনা মহামারি মোকাবিলায় ইতোমধ্যেই দু’জনের বেশি জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা, অনাবশ্যক দোকানপাট বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রভাব পড়ার আগেই অন্তত আগামী দু’সপ্তাহ যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকবে।

jagonews24

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার চিঠিতে মহামারিকে ‘জাতীয় জরুরি মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন এবং সবাইকে বাড়িতে থাকার জন্য সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। অবশ্য তিনি স্বীকার করেছেন যে, এই বিধিনিষেধের ফলে পরিবারগুলোর ওপর আর্থিক প্রভাব পড়বে। এছাড়া, সংকট মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য সেবাকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন বরিস জনসন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ১৭ হাজার ৮৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ১ হাজার ১৯ জন। এর মধ্যে শুধু শনিবারই প্রাণ হারিয়েছেন ২৬০ জন।

সূত্র: বিবিসি
কেএএ/