ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্লাইট স্থগিত ও কর্মক্ষেত্রে যোগদানের সময়সীমা বাড়াল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক-সব ধরনের ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব। একই সঙ্গে, কর্মক্ষেত্রে যোগদানের সময়সীমাও বাড়ানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আজ রোববার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র বলেছে, কিছু সেক্টর বাদে সরকারি এজেন্সির সব কর্মক্ষেত্রে যোগদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

প্রতিবেদনটির তথ্য অনুসারে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশটির অভ্যন্তরীণ যাতায়াতের মাধ্যম বিমান চলাচল, বাস, ট্যাক্সি ও ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

তবে শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, করোনার প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বেসরকারি সব প্রতিষ্ঠানে যোগদান।

চলতি বছরের শুরুতে করোনাভাইরাস শনাক্ত করা হয় সৌদিতে। এরপর থেকেই সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয় রাজপরিবার। তারই অংশ হিসেবে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের বিমান চলাচল ও অভ্যন্তরীণ সব যাতায়াত মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে, কর্মক্ষেত্রে উপস্থিতি স্থগিত করা হয়।

করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২০৩ জন।

সূত্র : সৌদি গ্যাজেট

এসআর/পিআর