ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের ৫ সদস্য করোনায় আক্রান্ত

কৌশলী ইমা | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৮ মার্চ ২০২০

মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্য প্রাণঘাতী করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সেই সাথে ২০ জনের বেশি সদস্য সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন।

এরই মধ্যে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)।

মার্কিন সিনেটে অনুমোদনের দু’দিন পর শুক্রবার এই প্যাকেজের অনুমোদন দেয় ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই এযাবৎকালের বৃহত্তম প্রণোদনা প্যাকেজ।

আক্রান্ত ৫ সদস্যের মধ্যে একজন হলেন মাইক কেলি। তিনি পেনসিলভানিয়ার রিপাবলিকান নেতা। এক সপ্তাহ যাবত ফ্লুর মত লক্ষণ ছিল তার শরীরে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনা ধরা পড়ে।

করোনায় আক্রান্ত হয়েছেন সাউথ ক্যারোলিনার ডেমোক্রেট নেতা জো কানিংহাম। মার্চের ১৯ তারিখ থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। শুক্রবার তার করোনা পজেটিভ এসেছে।

মার্কিন সিনেটর র্যান্ড পল গেল সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তিনি। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস নেতা মারিও দিয়াজ বালার্টও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিই প্রথম মার্কিন আইন প্রণেতা যিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৫ বছর বয়সী ডেমোক্রেট সদস্য বেন ম্যাকঅ্যাডামস।
এছাড়া মহামারী করোনা আতঙ্কে সেল্ফ কোয়ারেন্টাইনে আছেন রিপাবিলকান সিনেটর মিট রমনে এবং মাইক লি। এর আগে থেকেই কোয়ারিন্টাইনে আছেন আরও চার সিনেটর।

দিয়াজ বালার্ট বা ম্যাক অ্যাডামস বা তাদের সহকারীর সংস্পর্শে ছিলেন এমন আরো বেশ কয়েকজন কংগ্রেস সদস্যও কোয়ারেন্টাইনে আছেন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৪২।

অপরদিকে, করোনায় এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৯৬ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২২ জন। এছাড়া ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

টিটিএন/এমকেএইচ